চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহায়ক কর্মচারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, গাজীপুর। চাকরির পরীক্ষা বা সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা ২০২৫ খ্রিঃ। পরীক্ষার সময় উল্লেখ করা আছে সময়- ৬০ মিনিট। চাকরির পরীক্ষার পদের নাম- বেঞ্চ সহকারী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্মচারীর পরীক্ষার পূর্ণমানঃ- ৫০ নম্বর।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহায়ক কর্মচারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
গাজীপুর চাকরির পরীক্ষা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা ২০২২
১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন
(ক) রণ সঙ্গীতটি কি শিরোনামে সর্ব প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(খ) কত সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাধি প্রদান করেন? – ১৯১৩ সালে
(গ) আর্জেন্টিনার কোন নারী কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া নাম দেন?
(ঘ) “সূর্যদীঘল বাড়ি” উপন্যাসটি কে কত সালে রচনা করেন?
(ঙ) “সতত হে নদ তুমি পড় মোর মনে”- এ পংক্তিতে “হে নদ” বলে কবি কোন নদ কে সম্বোধন করেছেন?
২। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগলো। বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং
পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তবে ১৬ মিটার উচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে?
৩। কোন টাকা ৬% হার সুদে ৫ বছরে সুদে-আসলে ১৩০০ টাকা হয়। কত বছরে ঐ টাকা সুদ-আসলে
১৩৯০ টাকা হবে?
৪। Write a Paragraph on “A Book Fair”
৫। প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ-
(ক) সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের বিধান রয়েছে? ৭৭ (2)
(খ) বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? হাসান ফয়েজ
(গ) “সালাম সালাম হাজার সালাম”- গানটির গীতিকার কে? ফজল-এ-খোদা
(ঘ) বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কতটি? ১৮টি
(ঙ) বাংলাদেশ কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে? ১৯৭৪
(চ) ম্যাগনাকার্টা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ১৯১৫ সালে
(ছ) “Long Walk to Freedom” বইটির রচয়িতা কে?
জ) “ফ্লোর ক্রসিং” কি? পক্ষ পরিবর্তন
নেলসন মাডেল
(ঝ) জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ২০০৭
ঞ) “সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজ্যকাই
নিজে জানুন এবং অন্যকে জানান, তাই আপনার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে বিষয়টা জানিয়ে দিন?
আমাদের এই ওয়েবসাইটে সরকারি চাকরি, সাপ্তাহিক চাকরির ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনারা এখানে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন,
আমাদের এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে শুধু বেকারদের কথা মাথায় রেখে, কারণ কোথাও ঘাটাঘাটি করতে হবেনা শুধু ছোট করে গুগলে বা যে কোন বাজারে সার্চ করে লিখবেন "পাবজা ডটকম" এখানে দৈনিক চাকরির খবর প্রকাশ করা হয়?
You must be logged in to post a comment.